অটোমােবাইল অ্যাসােসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার সদস্যেরা উদ্যোগী হয়েছেন, ভ্যালেন্টাইনস ডে-র আগের এক সপ্তাহ পুরােনাে গাড়িতে শহরের ঐতিহ্যশালী জায়গা ঘুরিয়ে দেখাবেন প্রবীণদের। ১৯ ২৮ সালের স্টুডিবেকার প্রেসিডেন্ট এইট স্টেট লিমুজিন মােটর যানের সমঝদাররা চোখের সামনে এমন গাড়ি দেখতে পেলেই নিজেকে ভাগ্যবান মনে করেন। দু-টো-পাঁচটা নয় গােটা ভারতে এই গাড়ি রয়েছে মাত্র একটা। সেই গাড়িতে চাপার সুযােগ পেলে কি ছাড়া যায় । আবার জার্মানির দুই ভাই এমিল ও বার্নহার্ড স্টোয়ারের তৈরি ১৯১৩ সালের জেব্রুডার-স্টোয়ার গাড়ি, কপাল ভালাে থাকলে সেই গাড়িও চড়ার সুযােগ পেতে পারেন। আর যাঁরা মােটর বাইকের রােমাঞ্চে আগ্রহী, তাঁদের জন্য থাকছে ১০২৩ সালের প্যান্থার স্লোপার। তবে নিখরচায় ঘােরার শর্ত একটাই, আরােহীদের বয়স ৭৫ বছরের বেশি হতে হবে। অনলাইনে বুকিং দেওয়া হবে ফাস্ট-কাম ফাস্ট- সার্ভড-এর ভিত্তিতে।
দয়া করে ফর্ম-টি ভর্তি করুন , আমরা আপনার সাথে যোগাযোগ করব
ধন্যবাদ ..........